ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, সামান্য বাড়লো দৈনিক সংক্রমণ

Spread the love

গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। মঙ্গলবারের তুলনায় সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল ভাইরাসের থাবায় প্রাণহানিও। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। এদিকে, দোল উপলক্ষে বৃহস্পতি এবং শুক্রবার রাত্রিকালীন বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত রাজ্য সরকারের। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। ওইদিন রাজ্যে সংক্রমিত হয়েছিলেন ৪৩ জন। পজিটিভ কেস ২০ লক্ষ ১৬ হাজার ৫৮১। আক্রান্তের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১১৯ জন। হাসপাতালে ভরতি রয়েছে ৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসকে হারিয়েছেন ১৩৭ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৪ হাজার ১৮২ জন। সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ২ জনের। মঙ্গলবার করোনা প্রাণ কেড়েছিল মাত্র একজনের। এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

প্রথম থেকেই নমুনা পরীক্ষা এবং টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বুধবার ১৯ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৫ লক্ষ ৪৪ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৩৪ শতাংশ। রাজ্যের প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে টিকাকরণ হয়েছে ৯৪ হাজার ৬৭৮ ডোজ। রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*