বাংলায় মোট মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল৷ একদিনে আক্রান্ত প্রায় ৩০০০ জন৷ তবে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৬৪ জন৷ শনিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯৪৯ জন৷ শুক্রবারের থেকে বেশি৷ তবে এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৯২ হাজার ৬১৫ জন ৷
তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৮৬ জন৷ একদিনে বেড়েছে ৮৩৪ জন৷ একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫১ জন৷ শুক্রবারের বুলেটিনে মৃতের সংখ্যাটা ছিল ৫২ জন৷ সেই তুলনায় আজ শনিবার মৃতের সংখ্যাটা কম৷ তবে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,০০৫ জনের ৷
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৪ জন৷ ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার ১২৪ জন৷ সুস্থ হয়ে উঠার হার ৭০.৩২ শতাংশ৷ শুক্রবার ছিল ৭০.৩৩ শতাংশ৷ বাংলায় প্রতিদিনই বাড়ছে করোনা টেস্টের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ২৫ হাজার ১৪৮ টি৷ শুক্রবার ছিল ২৫ হাজার ২৫৪ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১০ লক্ষ ৭৯ হাজার ৬৫৭ টি ৷
প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১১,৯৯৬ জন৷ যে ৫১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ২০ জন৷ উত্তর ২৪ পরগনারও ১৯ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ৩ জন৷ হুগলি ১ জন৷ পশ্চিম বর্ধমান ২ জন৷ নদিয়া ২ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ দার্জিলিং ১ জন ৷
এর আগে যে ৫২ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কলকাতার ছিল ২০ জন৷ উত্তর ২৪ পরগনারও ১৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ৮ জন৷ হুগলি ১ জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ বীরভূম ১ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ মালদা ১ জন৷ দার্জিলিং ১ জন ৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৬০টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৪ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৮৩ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৮ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে ৷
Be the first to comment