বছরের শেষ দিনও করোনার হাত থেকে রেহাই পেল না বাংলা৷ একদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের৷ আক্রান্ত আরও ১,১৭০ জন৷ তবে বাড়ছে সুস্থতার হার ৷ বৃহস্পতিবার অর্থাৎ ৩১ ডিসেম্বর সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৯ জনের ৷ বুধবার এই সংখ্যাটা ছিল ২৮ জনে৷ তুলনামূলক একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা ৷ তবে সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৭১২ জন ৷
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১,১৭০ জন ৷ বুধবার ছিল ১,১৭৮ জন ৷ তার ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যাটা সাড়ে পাঁচ লক্ষের বেশি ৷ তথ্য অনুযায়ী ৫ লক্ষ ৫২ হাজার ৬৩ জন ৷
তাছাড়া উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহারও ৷ ৩০ ডিসেম্বর রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী মৃত্যুহার বেড়ে ১.৭৬ শতাংশ ৷ তবে এই মূহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন ২,৬৭৩ জন ৷ হোম আইসোলেশনে রয়েছেন ৯ হাজার ৬০৯ জন ৷ আর সেফ হোমে মাত্র ৯৯ জন ৷
রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১,১৭০ জন ৷ বুধবার ছিল ১,৫৫৭ জন ৷ মঙ্গলবার ছিল ১,৫৮৭ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৩০ হাজার ৩৬৬ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৬.০৭ শতাংশ ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ১২ হাজারের নিচে নেমে এসেছে ৷ তথ্য অনুযায়ী,১১ হাজার ৯৮৫ জন৷ বুধবার ছিল ১২ হাজার ৩৮১ জন৷ তুলনামূলক ৩৯৬ জন কম ৷
এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৭১ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৭১ লক্ষ ১০ হাজার ৪৩০ টি ৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৭৯,০০৫ জন ৷ একদিনে ৪০ হাজার ২৫৪ টি ৷
Be the first to comment