প্রতিদিনই ভয় ধরাচ্ছে কোভিড সংক্রমণের পরিসংখ্যান। ফের আক্রান্তের সঙ্গে সঙ্গেই মৃত্যুর সংখ্যাতেও নয়া রেকর্ড। ভয়াবহ পরিস্থিতি, প্রতিদিনই শেষ ২৪ ঘণ্টার রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ছে সংক্রমণের রিপোর্ট। শেষ ২৪ ঘণ্টার বাংলায় মৃত্যু হয়েছে ৭৭ জন কোভিড রোগীর। একদিনে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২০৭ জন।
রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে কোভিডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৮১২ জন। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ১১ হাজার ৯৩৩ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২১ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭৮ জন। এই জেলায় একদিনে মৃতের সংখ্যা ১৬। এখনও পর্যন্ত বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৩ হাজার ৫৫২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ১৫৯।
অন্যদিকে, বাংলার বাইরে একই ভয়াবহ অবস্থা। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোভিডের দ্বিতীয় ঢেউ। দেশজুড়ে চলছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সমস্ত রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৩২৯৩ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। পাশাপাশি একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ১৬২ জন।
কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোভিডের দ্বিতীয় ঢেউ। দেশজুড়ে চলছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সমস্ত রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৩২৯৩ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। পাশাপাশি একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ১৬২ জন।
Be the first to comment