রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে মৃতের সংখ্যা ২০৭, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১১৭

Spread the love

গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন রাজ্যে। ফলে রাজ্যে মোট কোভিডে মৃত্যু দাঁড়াল ১৩৫। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২০৭ জনের। বুধবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে।

বুলেটিনে জানানো হয়েছে শেষ ২৪ ঘণ্টায় আরও ১১৭ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মঙ্গলবার সন্ধেয় জানা গেছিল, ১১০ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ২১৭৩ অর্থাৎ প্রত্যেক দিন গড়ে একশোরও বেশি করে রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ বুধবার রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৯০। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১৩৮১ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯০ জন। মঙ্গলবার জানা গিয়েছিলো সুস্থ হয়েছেন মোট ৬১২ জন। ফলে আজ সেই সংখ্যাটা বেড়ে হল ৭০২। এই পরিসংখ্যানটি বেশ আশাজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে রাজ্যে যত জন মোট করোনায় আক্রান্ত, তাঁদের প্রায় অর্ধেকই কলকাতার বাসিন্দা। শহরে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১১২৬। করোনায় মারা গেছেন ৮৮ জন। করোনায় আক্রান্ত হয়ে কোমর্বিডিটির কারণে মারা গেছেন আরও ৫২ জন। ফলে করোনা সংক্রামিত অবস্থায় এ শহরে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। কলকাতার পরেই আছে হাওড়া, সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০ ছুঁতে চলেছে। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২৫ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*