দৈনিক আক্রান্তের সংখ্যা নামল সাড়ে ৪ হাজারের নীচে, মৃত্যু হলো আরও ৮১ জনের

Spread the love

শুক্রবারের পর শনিবারও পশ্চিমবঙ্গের দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এল। রাজ্যের এ দিনের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৪  হাজারের নীচে। মৃত্যুর সংখ্যায় অবশ্য খুব বেশি হেরফের হয়নি। তবে পজিটিভিটির হার নেমে এসেছে ৬ শতাংশে। টেস্টের সংখ্যা এখনও ৬০ হাজারের উপরেই রয়েছে।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৬। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৮৩ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৮১ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৮৯। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ১ হাজার ৫৬ জন বেড়েছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ২৪৮ জন।

পাশাপাশি অনেকটাই স্বস্তি দিচ্ছে ক্রমশ নিম্নমুখী পজিটিভিটির হারও। সপ্তাহতিনেক আগের ২০ শতাংশ থেকে কমে বর্তমানে তা কমে ৬ শতাংশ। তবে এই হার ৫ শতাংশের নীচে এলে তবেই কিছুটা নিশ্চিন্ত হওয়া যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৭৩ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৯ জন। গতকাল সুস্থতার সংখ্যা ছিল ৪ হাজার ৩২১ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৬২ হাজার ২৭৬ টি নমুনা পরীক্ষা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*