রাজ্যে পজিটিভিটির হার নামলো প্রায় সাড়ে ৩ শতাংশে, মৃত আরও ৪৭

Spread the love

রাজ্যে ক্রমশই কমে আসছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে কমছে মৃত্যুও। অতিমারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। একাধিক জেলায় সংক্রমণের হারও নিম্নমুখী। মঙ্গলবার রাজ্যের ১২ টি জেলায় করোনায় কোনও মৃত্যু হয়নি। সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে।

মঙ্গলবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত ২ হাজারের নীচে। যদিও গতকালকের তুলনায় আজ মৃত্যু বেড়েছে। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভিট ধরা পড়েছেন মাত্র ৩.৬১ শতাংশ মানুষ।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫২। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৭৯ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৪২।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩২ জন কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২২ হাজার ৫০৮ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫১ হাজার ২৩৩ টি নমুনা পরীক্ষা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*