বাংলার কোভিড সংক্রমণ দেড় হাজারের নীচে, তবে চিন্তা বাড়াচ্ছে পাহাড়

Spread the love

দেড় হাজারের নীচে নেমে এল রাজ্যের করোনা সংক্রমণ। গত দু’দিন যাবৎ দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর বুধবার ফের একবার তা কমেছে। আশা জাগাচ্ছে জেলায় জেলায় নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। এ দিন রাজ্যের ১৪ টি জেলায় নতুন করে প্রাণ কাড়েনি করোনা। কিন্তু, উত্তর ২৪ পরগনার মতো জেলায় মৃত্যু এখনও দুই সংখ্যায়। মৃত্যু বেড়েছে নদিয়াতেও।

বুধবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৩৫। তার আগের দিন ৩২। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২০ হাজার ৫৮৫ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ৯৭৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ২.৭৪ শতাংশ।

তবে একদিকে যখন সমতলে চিন্তা বাড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনার করোনা সংক্রমণ, তেমনই দার্জিলিংয়ে দৈনিক কোভিড সংক্রমণ নিয়েও উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতায় এই সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। অন্যদিকে শুধুমাত্র দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫০ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*