ফের রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ বাংলায়, একদিনে ৫৪২

Spread the love

কলকাতা: দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ পেরিয়েছে। বাংলাতেও পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের হার। এবার ফের রেকর্ড সংখ্যক সংক্রমণ পশ্চিমবঙ্গে। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪২ জন।

এই নিয়ে এরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ১৬ হাজার। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ হাজার ১৯০। একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬১৬।

এদিকে, সুস্থতার হারও আশাজনক। একদিনে সুস্থ হয়েছেন আর ৩৪৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১০ হাজার ৫৩৫ জন। পরিসংখ্যঅন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার ৬৫ শতাংশ। শুধুমাত্র কলকাতাতেই নতুন করে সংক্রমিত ১২৮ জন।

হাওড়ার একদিনে আরও ১১০ জনের সংক্রমণ হয়েছে। উত্তর ২৪ পরগনায় আরও ৯৯ জন সংক্রমিত। সংক্রমণের সিংহভাগ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায়। ৩ জেলায় মোট সংক্রমিতর সংখ্যা ১০ হাজার ৬৪। রাজ্যে এই মুহূর্তে করোনা চিকিৎসাধীন মোট ৫ হাজার ৩৯ জন।

বাংলায় ৭৮ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ২৫ টি হাসপাতাল ও ৫৩ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫১ জন৷ মোট আক্রান্ত ৫,১৩৩ জন৷ এর মধ্যে গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ১৬৩ জন৷ নতুন করে ছাড়া পেয়েছেন ১৯৬ জন৷ ফলে কলকাতায় মোট ছাড়া পেলেন ২৯২৮ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৮৫৪ জন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*