রাজ্যে ফের বাড়ছে করোনা, মৃত আরও ১৩

Spread the love

ফের রাজ্যে ঊর্ধ্বগামী করোনা সংক্রমণ। কলকাতা সহ একাধিক জেলায় লাফিয়ে বাড়ল আক্রান্তের সংখ্যা। সামনেই দুর্গাপুজো। উৎসবের মরশুমে যাতে কোনওভাবেই করোনাবিধি নিয়ে গাফিলতি না করা হয় সেদিকে রাজ্যকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

বৃহস্পতিবারের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৩৪ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। ১৭টি জেলায় ২৪ ঘণ্টায় কোনও কোভিড মৃত্যু না হলেও রাজ্যে আচমকা বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৯৭৮। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২২ হাজার ৭৭২। মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৪৭২। এদিন পর্যন্ত রাজ্যে টিকা পেয়েছেন ৪,৮৭,৯৬৮।

রাজ্যে সংক্রমণ শীর্ষে রয়েছে কলকাতা। যেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২২ জন। উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। তবে ১৭টি জেলায় কোনও মৃত্যুর খবর নেই। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলির দৈনিক সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। এই জেলাগুলিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে পূর্ব মেদিনীপুরে ৪১ জন, দার্জিলিংয়ে ৪১ জন, হাওড়ায় ৫৪ জন, হুগলিতে ৪৭ জন, নদীয়ায় ৪৮ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*