রাজ্যে অনেকটা কমলো সংক্রমণ, মৃত আরও ১৫

Spread the love

সোমবার রাজ্যে অনেকটা কমল করোনা সংক্রমণ। তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্য়া। এদিন অনেকটা কমেছে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও।

সোমবারের স্বাস্থ্য বিভাগের বুলেটিনে উল্লেখ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। যা কিনা আগের দিনের তুলনায় অনেকটা কম। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ১৫ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৫৬ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া রয়েছে ৭৫৮৪।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৬ জন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্য়াটা ৭২। বাকি সব জেলাতেই এদিন সংক্রমণ ৫০-এর কম। তবে উত্তর ২৪ পরগনায় মৃত্যু সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতা সংলগ্ন এই জেলাতে মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতা, হুগলি ও নদিয়াতে মৃত্যু হয়েছে ২ জন করে ব্যক্তির। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় এক জন করে ব্যক্তির করোনার জেরে মৃত্যু হয়েছে।

তবে রাজ্যে সংক্রমণ কমার পাশাপাশি দেশের কোভিড সংক্রমণের গ্রাফও ক্রমশ নামছে। সোমবার সকালের স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। যা রবিবারের তুলনায় প্রায় আট শতাংশ কম। সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬২১ জন এবং মৃত্যুর সংখ্যা ২৭৬। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*