গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমলো করোনায় মৃতের সংখ্যা, নিম্নমুখী পজিটিভিটি রেটও

Spread the love

ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা বাড়ল আক্রান্তের সংখ্যা। এখনও দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তবে দৈনিক মৃতের সংখ্যা বুধবারের তুলনায় কমেছে সামান্য। পজিটিভিটি রেট ২.১৮ শতাংশ।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা বুধবারের তুলনায় বেশ কিছুটা বেশি। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে আক্রান্ত ২৭৫ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। দৈনিক আক্রান্ত ১৬৪ জন। বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯০ হাজার ৩২ জন। যা উদ্বেগ বাড়াচ্ছে সকলেরই। আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনায় দৈনিক প্রাণহানির গ্রাফ নিম্নমুখী। একদিনে ৯ জন করোনার বলি হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ১০৫ জন। পজিটিভিটি রেট ২.১৮ শতাংশ।

সংক্রামক রোগ হওয়ায় করোনা রোগীকে শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তাই উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৯০ লক্ষ ৮৪ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র নমুনা পরীক্ষাই নয়, করোনা রুখতে টিকাকরণ বাধ্যতামূলক। এখনও পর্যন্ত ৫ লক্ষ ৮৬ হাজার ৫৪২ জন ভ্যাকসিন পেয়েছেন। তার মধ্যে ৩ লক্ষ ৪২ হাজার ৯১৯ জন প্রথম ডোজ পেয়েছেন। বাকি ২ লক্ষ ৪৩ হাজার ৬২৩ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*