সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবারও রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ল মৃত্যু। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের। পজিটিভিটি রেট বাড়ল আরও ৩২.১৩ শতাংশ। তবে এর মধ্যে সামান্য স্বস্তি এই যে কলকাতার কোভিড সংক্রমণ সামান্য নিম্নমুখী।
স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮,১৩৯ জন, যা দৈনিক আক্রান্তের তুলনায় তিনগুণ। এ নিয়ে সুস্থতার হার ৯১.৭৭ শতাংশ। একদিনে রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট ৭৩ হাজার ৪৩টি, যার মধ্যে ৩২.১৩ শতাংশ রিপোর্ট পজিটিভ।
এবার আসা যাক জেলার করোনা পরিসংখ্যানে। সংক্রমণের শীর্ষে সেই কলকাতাই। এখানে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৬৭৬৮ জন। বুধবার তা ছিল সাত হাজারের বেশি। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৪৭২৮। এছাড়া হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমানেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে কালিম্পং। এখানে একদিনে করোনা পজিটিভ ১৩ জন।
করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের লাগামছাড়া সংক্রমণ রুখতে ১৫ তারিখ পর্যন্ত রাজ্যে জারি কোভিডবিধি। তারই মধ্যে একাধিক জায়গায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বারাকপুর মহকুমা এলাকার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। তাই এখানে নিয়মে কড়াকড়ি। ইতিমধ্যেই গোটা বারাকপুর মহকুমায় ৭৬টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে।
Be the first to comment