রাজ্য সামান্য কমলো করোনা সংক্রমণ, মৃত আরও ১১

Spread the love

রাজ্যে কমলো করোনা সংক্রমণ। শুধু সংক্রমণ নয়, কমেছে কোভিড মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৬ জন, যা গতকালের থেকে কম। এদিকে এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ১১ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭১৫ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ।

সার্বিকভাবে করোনা সংক্রমণ কমলেও কলকাতার সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। এই সময়ে কলকাতা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১১০ জন এবং করোনা প্রাণ কেড়েছে ৩ জনের। তবে গতকালের থেকে কলকাতায় করোনা সংক্রমণ কমেছে। সংক্রমণের নিরিখে কলকাতা শীর্ষে থাকলেও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই সময়ে সংশ্লিষ্ট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

এছাড়াও দার্জিলিং, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন, হাওড়ায় ৪৮ জন, হুগলিতে ৪২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ জন। এদিকে এই সময়ে মৃত্যুশূন্য ১৮ টি জেলা।

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনার টিকা পেয়েছেন ৪ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮১১ জন। ২ সেপ্টেম্বর রাজ্যে করোনা টিকা পেয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ৮৮৬ জন। এদিকে দেশের কোভিড গ্রাফও ফের একবার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৩৫২ জন এবং করোনা প্রাণ কেড়েছে ৩৬৬ জনের। দেশে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ লাখ ৯৯ হাজার ৭৭৮ জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৪৫ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*