দেশে দিন দিন ভয়ংকর হচ্ছে করোনা পরিস্থিতি ৷ গতকালই দেশে প্রথমবার দৈনিক সংক্রমণ ৪ লাখ পেরিয়ে যায় ৷ আজ সংক্রমণ কিছুটা কমলেও তা চার লাখের কাছাকাছিই রয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩.৯২ লাখ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও ৩৬৮৯ জনের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷
রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,৯২,৪৮৮ জন ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১,৯৫,৫৭,৪৫৭ ৷ গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে ৩৬৮৯ জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,১৫,৫৪২ ৷
দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৩,৪৯,৬৪৪ ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন ১,৫৯,৯২,২৭১ জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১৫,৬৮,১৬,০৩১ জনের ৷ করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র ৷ তারপরেই রয়েছে কেরালা, কর্নাটক ও উত্তরপ্রদেশ ৷
এ দিকে, আজ করোনা পরিস্থিতি পর্যালোচনায় ফের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ দেশে অক্সিজেন ও টিকার সরবরাহের বিষয়টি খতিয়ে দেখবেন তিনি ৷
Be the first to comment