কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৪৮,৬৯৮। একদিনে মৃতের সংখ্যা ১,১৮৩। গত ২৪ ঘণ্টায় ৬৪,৮১৮ আক্রান্ত সুস্থ হয়ে উঠেছে। দেশে করোনায় মোট আক্রান্তর সংখ্যা ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ৮৫। দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,৯৫,৫৬৫।
দেশে করোনায় মৃত্যুর হার ১.৩১ শতাংশ। রিকভারি রেট ৯৭ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের হার ২ শতাংশ।
সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যার নিরিখে বিশ্বে ভারত রয়েছে তৃতীয় স্থানে। মোট আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত বিশ্বে দ্বিতীয়। অন্যদিকে, আমেরিকা ও ব্রাজিলের পর ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
২৫ জুন পর্যন্ত দেশে ৩১ কোটি ৫০ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৬১ লক্ষ ১৯ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
Be the first to comment