করোনায় মোট ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র সরকার।
সেখানে বলা হয়…
১. চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের সাফাইকর্মী, আশা কর্মী যাঁরা সামনে থেকে করোনা রোগীদের চিকিৎসরার সঙ্গে যুক্ত জন্য মাথাপিছু পঞ্চাশ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা৷
২. প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ১০ কেজি করে চাল অথবা গম করে আগামী তিন মাস ধরে মাথাপিছু পাবেন উপভোক্তরা৷ সঙ্গে পরিবার পিছু এক কেজি করে ডাল করে দেওয়া হবে৷ পুরোটাই দেওয়া হবে বিনামূল্যে৷উপকৃত হবে ৮০ কোটি পরিবার৷
৩. কৃষকদের এখনই ২ হাজার টাকা করে দেবে সরকার৷ ৮ কোটি ৬৯ লক্ষ কৃষক উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী কিসান সম্মান যোজনার অধীনে যে টাকা প্রাপ্য ছিল এপ্রিলের প্রথম সপ্তাহেই তা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে৷
৪. মহিলাদের জনধন অ্যাকাউন্ট আগামী তিন মাস ধরে মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে৷
৫. উজ্জ্বলা যোজনায় উপভোক্তাদের জন্য প্রথম তিনমাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে৷
৬. যে সংস্থার কর্মী সংখ্যা ১০০ বা তার কম এবং ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম তাঁদের তিন মাসের পিএফ অনুদান দেবে কেন্দ্র৷
৭. একশো দিনের শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৮২ টাকা থেকে করা হলো ২০২ টাকা৷
৮. ইপিএফও- তে নথিভুক্ত ৪.৮ কোটি শ্রমিক তিন মাসের বেতন অথবা তাঁদের পিএফ-এ জমা টাকার ৭৫ শতাংশ (যেটি কম), অগ্রিম হিসেবে নিতে পারবেন৷
৯. নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য ৩১ হাজার কোটি টাকার তহবিল ব্যবহার করা হবে৷ রাজ্য সরকারগুলিকে সেই নির্দেশ দেওয়া হয়েছে৷
১০. ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড ব্যবহার করে করোনা সংক্রমণ রুখতে চিকিৎসা পরিকাঠামো এবং পরিষেবা উন্নত করার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷
১১. তিন কোটি প্রবীন নাগরিক, দরিদ্র বিধবা এবং দরিদ্র প্রতিবন্ধীদের ১ হাজার টাকা করে ভাতা দেবে কেন্দ্রীয় সরকার৷
Be the first to comment