করোনার জেরে লকডাউন দেশ। তবু বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবার সকালে পাওয়া খবর অনুযায়ী, দেশে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ এ। করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।
পরিসংখ্যান জানাচ্ছে শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। ২৪ ঘন্টায় নতুন করে ১২১১ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস, সরকারি ভাবে এই তথ্য জানানো হয়েছে।
দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩৬৩ জন। এর মধ্যে ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। ১০৩৫ জন হয় সেরে উঠেছেন, নাহলে অন্য জায়গায় চলে গিয়েছেন। যার জেরে দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৮৮ জন।
অন্যদিকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যেভাবে ঘরে থেকে উৎসব পালন করছেন, সেই উদ্যোগ খুবই প্রশংসার যোগ্য। নতুন বছরে আপনাদের ও আপনাদের পরিবারলে শুভেচ্ছা জানাই। পাশাপাশি তিনি বলেন, “আমি জানি আপনাদের কতটা কষ্ট হচ্ছে। কেউ খেতে পাচ্ছেন না, কেউ বাড়ি যেতে পারছেন না”।
তবে দেশ যে করোনার বিরুদ্ধে এখন অবধি সফল ভাবে লড়ছে, সেকথাও স্পষ্ট করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত করোনার বিরুদ্ধে মোকাবিলায় সফলভাবে এগোচ্ছে। আপনারা কষ্ট করেও দেশকে বাঁচিয়েছেন”। মোদী আরও বলেন , “যখন আমাদের দেশে করোনার কোনও ঘটনা ঘটেনি, তখন থেকেই ভারতের এয়ারপোর্টে স্ক্রিনিং শুরু হয়ে গিয়েছিল। ১০০টি ঘটনা ঘটার আগেই ভারত বিদেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিনের আইসোলেশনের ব্যবস্থা করেছিল।”
Be the first to comment