শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হাজারের বেশি, দেশে মৃত বেড়ে ৪৩৭

Spread the love

দেশ জুড়ে শুরু হয়েছে লকডাউনের দ্বিতীয় পর্ব। কিন্তু প্রতিদিনই বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হলেন ১ হাজারেরও বেশি মানুষ। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩৭ জনের।

শেষ ২৪ ঘন্টায় ১ হাজার মানুষের দেশে সংক্রমণ ধরা পড়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৩৮৭ জন। সরকারি তথ্য অনুসারেই এই সংখ্যা প্রকাশ পেয়েছে।

একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহে ভারতে সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারে করোনা সংক্রমণ। তবে আশঙ্কা কমিয়ে আরও বলা হয়েছে, যে এরপর থেকেই ওই সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হবে।

এক প্রবীন আমলা এনডিটিভি-কে জানিয়েছেন, পরের সপ্তাহ দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সারা দেশ জুড়ে করোনার পরীক্ষা চালিয়া যাওয়া হচ্ছে। যাদেরই শ্বাসতন্ত্র সংক্রমণ রোগ রয়েছে তাঁদের পরীক্ষা করা হচ্ছে।

প্রকৃতপক্ষে করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের পরীক্ষার হার বেড়েছে দেশে। আগে চাহিদা অনুযায়ী টেস্ট কিটের সংখ্যা ব্যাপক মাত্রায় কম থাকায় সমস্যা হচ্ছিল, কিন্তু বর্তমানে ধীরে ধীরে ওই সমস্যা কাটতে চলেছে।

অন্যদিকে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, অন্য দেশগুলির তুলনায় ভারত ভালো কাজ করেছে করোনা ভাইরাসকে রুখতে। প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি করা হচ্ছে।

তবে দেশে যে হারে করোনা প্রকোপ বাড়াচ্ছে তাতে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। এরই পাশাপাশি দেশে ইতিমধ্যেই করোনা হটস্পট জেলাগুলিকে চিহ্নিত করা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। রাজ্যগুলির সঙ্গে কথা বলে ওই হটস্পটগুলিকে সিল করা হয়েছে। হটস্পটগুলিতে ঢোকা ও বেরনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*