শেষ ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৩৭ হাজার

Spread the love

ফের দেশে লাফিয়ে বাড়ল করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় রেকর্ড হারে সংখ্যা বৃদ্ধি পেয়ে করোনা আক্রান্ত হয়েছেন ২২৯৩ জন, মৃত্যু হয়েছে ৭১ জনের। দেশে এর আগে একদিনে এত মানুষের করোনায় মৃত্যু হয়নি।

মোট সংখ্যার বিচারে দেশে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৩৬ জন মানুষ। মৃত্যু হয়েছে মোট ১২১৮ জনের। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন অথবা ভারত থেকে নিজেদের দেশে ফিরে গিয়েছেন এমন মানুষের সংখ্যা ৯৯৫০। ফলে দেশে এখন অ্যাক্টিভ কেস ১৬ হাজার ১৬৭ টি। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে।

দেশের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যার বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। অবস্থা নিয়ন্ত্রণে আনতে তৃতীয় দফার লকডাউন শুরু করেছে কেন্দ্র। গোটা দেশকে গ্রিন, রেড এবং অরেঞ্জ জোনে ভাগ করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে সমস্ত প্যাসেঞ্জার ট্রেনও। চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকার কথা বলা হয়েছে রেলের তরফে। পাশাপাশি বন্ধ থাকবে মেট্রোও।

তবে বিশেষ ট্রেনে ফেরানো হবে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক ও পড়ুয়াদের। কীভাবে টিকিট বিক্রি করা হবে এই ব্যাপারে রেল কর্তৃপক্ষ নতুন গাইডলাইন জারি করবে। একইসঙ্গে ট্রেনে এবং প্লাটফর্মে কিভাবে সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করা যাবে সে ব্যাপারেও নির্দেশিকা দেওয়া হবে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রেড জোনে নিষিদ্ধ সাইকেল, রিকশা, অটো, ট্যাক্সি, ক্যাব চালানো। এমএনআরইজিএ প্রকল্পের কাজ, খাদ্যপ্রক্রিয়াকরণ, ইঁটভাঁটাগুলি চালু করার নির্দেশ মিলেছে।

অরেঞ্জ জোনে ট্যাক্সি ও ক্যাব চললে তাতে চালক সমেত সর্বোচ্চ দুজন যাত্রী থাকতে পারবেন। আন্তঃজেলা যাতায়াত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই জোনে। অনুমতি ছাড়া আন্তঃ জেলা যাতায়াত করা যাবে না। গ্রিন জোনে সবধরণের পরিষেবাই চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে, কিছু বাদে। বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ যাত্রী নিতে পারবে বাসগুলি। অরেঞ্জ ও গ্রিন জোনে ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে পারবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*