রাজস্থানে কোরোনা আক্রান্তের মৃত্যু

Spread the love

রাজস্থানের ভিলওয়াড়ায় কোরোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ৷ রাজস্থানের মহাত্মা গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। ওই হাসপাতালের আধিকারিক রাজন নন্দা জানিয়েছেন, ওই ব্যক্তি কোরোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে তাঁর কিডনির ও রক্তচাপের সমস্যা ছিল ৷ হাসপাতালের তরফে এও জানানো হয়, কিডনি বিকল ওই ব্যক্তির মৃত্যুর কারণ ৷ গতকাল রাজস্থানে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন ৷ ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট ১৭ জন কোরোনা ভাইরাসের কারণে মারা গেছেন ৷ সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন ৷ গতকাল রাত থেকে এখন পর্যন্ত ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ জন ৷ ভারতে কোরোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪৷ সব থেকে বেশি আক্রান্ত হয়েছে কেরল ও মহারাষ্ট্রের মানুষ ৷ পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১০৷ মৃত্যু হয়েছে একজনের ৷ বিশ্বজুড়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে ৷ মৃতের সংখ্যা ২০ হাজারেরও বেশি ৷ এই পরিস্থিতিতে বিশ্বের প্রায় প্রতিটি দেশ লকডাউনের পথে হাঁটছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*