শুক্রবারই ৩ হাজারের নীচে নেমেছিল করোনার দৈনিক সংক্রমণ। শনিবারও রাজ্যে জারি রইল অধোগতি। এবার দৈনিক সংক্রমণ নামল ২,৫০০-র নীচে। সঙ্গে কমল দৈনিক মৃত্যুও। তবে তাতেও রোখা গেল না অ্যাক্টিভ কেস বৃদ্ধির প্রবণতা। তাই কমল সুস্থতার হারও।
শনিবার রাজ্যে মোট ৫৩,১১৭টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ২,৪৮৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৩৬৪ জন আক্রান্তের খোঁজ মিলেছে। তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে শনিবার ২৪৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। তার পরেই রয়েছে দার্জিলিং। সেখানে শনিবার আক্রান্ত ২৩৬। চতুর্থ স্থানে কলকাতা। সেখানে আক্রান্ত ২১৭। পঞ্চমে জলপাইগুড়ি। সেখানে আক্রান্ত ২০২ জন। নতুন সংক্রমণের ফলে রাজ্যে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ১৪.৭৯ লক্ষ।
শনিবার রাজ্যে মোট সুস্থ হয়েছে ২,১০৯ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের। ২ জেলা ছাড়া রাজ্যের সর্বত্র মৃত্যু ১ সংখ্যায়। এদিন সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতায় ৯ জনের। দার্জিলিংয়ে ৫ জনের। রাজ্যে করোনায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭,২৯৫।
এদিন রাজ্যে করোনার ৩২২টি অ্যাক্টিভ কেস বেড়েছে। যার ফলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ২৩,০১৩। রাজ্যে এদিন সুস্থতার হার ছিল ৯৭.২৮ শতাংশ। সংক্রমণের সামগ্রিক হার ৪.৬৮ শতাংশ।
Be the first to comment