শুক্রবার রাজ্যে মোটের ওপর অপরিবর্তিত রইল করোনা পরিস্থিতি। এদিন রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা কোনওক্রমে ৪০ হাজার অতিক্রম করল। সঙ্গে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।
শুক্রবার স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুসারে রাজ্যে পরীক্ষা হয়েছে ৪০,৬৩৪টি করোনার নমুনা। যার মধ্যে ৭৫৩টি সংক্রমণের হদিশ মিলেছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া সমস্ত জেলায় সংক্রমণ ১ বা ২ সংখ্যায়। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫.৫৫ লক্ষ।
এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১৪ জনের। যার মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে কলকাতায়। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। আলিপুরদুয়ারে এদিন করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। যার ফলে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০। রাজ্যে করোনায় মোট মৃত্যু ১৮,৫৫৩।
এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৭৬৬ জন। যার ফলে অ্যাক্টিভ কেস কমেছে ২৭টি। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৮,২১৯। রাজ্যে সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। সুস্থতার হার ১.৮৫ শতাংশ।
Be the first to comment