রয়্যাল পরিবারের প্রথম সদস্য হিসেবে করোনাভাইরাসে মারা গেলেন স্পেনের রাজকন্যা মারিয়া টেরসা৷ কয়েকদিন আগেই COVID19 ভাইরাস পাওয় যায় রাজকন্যার শরীরে৷ কিন্তু বৃহস্পতিবার তাঁর মৃত্য হয়৷ বয়স হয়েছিল ৮৬ বছর৷ ফেসবুকে মরিয়ার মৃত্যুর খবর জানান তাঁর ভাই প্রিন্স সিক্সটো এনরিকে দে বোরবন৷ শুক্রবারই মাদ্রিদে তাঁর শেষকৃত্য হয়৷
এক পোস্টে প্রিন্স সিক্সোটো লেখেন, ‘আজ বিকেলে আমাদের বোন মারিয়া টেরেসা ডি বোরবন পারমা করোনভাইরাস-এর শিকার৷ বোরবোন বাসসেট প্যারিসে ৮৬ বছর বয়সে মারা গেলেন৷ আমি অত্যন্ত দুঃখিত৷ সকলের কাছে আবেদন করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ওনার আত্মা শান্তি পাই৷’
কয়েকদিন আগেই স্পেনের রাজা ষষ্ঠ ফিলিফের করোনা টেস্ট হয়েছিল৷ তবে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে৷ তবে মারিয়া টেরেসার করোনা টেস্টে পজিটিভ পাওয়া যায়৷ ২৮ জুলাই, ১৯৩৩ ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন মারিয়া টেরেসা৷ প্যারিসের সোরবোন ও মাদ্রিদ কমপুলটেনসি ইউনিভার্সিটির সমাজবিদ্যার প্রফেসর ছিলেন মারিয়া৷ তাঁর কাজকর্ম ও দৃষ্টিভঙ্গির জন্য স্পষ্টবক্তা ছিলেন মারিয়া৷ এর জন্য তাঁর ডাক নাম ছিল ‘রেড প্রিন্সেস’৷
করোনা মারণ ভাইরাস সারা বিশ্বে থাবা বসিয়েছে৷ বিশ্বে এখনও পর্যন্ত ৩০ হাজার মানুষ মারা গিয়েছে৷ স্পেনে এখনও পর্যন্ত সাড়ে ৬০০০ জন করোনা ভাইরাসের শিকার৷ ইতালির পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনায় মৃত স্পেনে৷ আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারের কাছাকাছি৷ স্পেনের সরকারও করোনা সংক্রমণ রুখতে সারা লকডাউন ঘোষণা করেছে৷
শুধু স্পেনে নয়, করোনা থাবা বসিয়েছে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিতেও চলতি সপ্তাহের শুরুতে করোনা আক্রান্ত হন ব্রিটেনের প্রিন্স চার্লস৷ বুধবার চার্লসের COVID19 পজিটিভের কথা কথা স্বীকার করেছে ব্রিটের রাজ পরিবার৷ বুধবার সকালে রয়্যাল ফ্যামিলি থেকে যে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ওয়েলসের প্রিন্স চার্লসের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে৷ তাঁর অল্প উপসর্গ দেখা গিয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা ভালোই রয়েছে৷ বাড়ি বসেই প্রতিদিনের মত কাজকর্ম করেছেন৷’ তবে ছেলে চার্লস করোনা আক্রান্ত হলেও তাঁর মা অর্থাৎ রানি দ্বিতীয় এলিজাবেথ সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে বাকিংহ্যাম প্যালেস সূত্রে জানা গিয়েছে৷
Be the first to comment