করোনা কেড়ে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপকের প্রাণ

Spread the love

বাংলায় মৃতের তালিকা বেড়েই চলেছে৷ এবার সেই তালিকায় যুক্ত হল এক অবসরপ্রাপ্ত এক অধ্যাপকের নাম৷ তার করোনা রিপোর্ট পজিটিভ ছিল৷ যদিও স্বাস্থ্য দফতর সূত্রে এখনও কিছু জানা যায়নি৷

সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবন৷ সল্টলেকের সিডি ব্লকের ওই অবসরপ্রাপ্ত অধ্যাপক গত ৪ মে হাসপাতালে ভর্তি হন৷ শনিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়৷ তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এদিকে তার বাড়ির সদস্যরা এই মূহুর্তে কোয়ারেন্টাইনে রয়েছে৷

জানা গিয়েছে, ওই অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন তিন৷ কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া-সহ ভারতের বহু নামী প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন৷

সল্টলেকের বাসিন্দা ওই অধ্যাপক গত ৪ মে করোনার উপসর্গ নিয়ে সল্টলেকেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ এরপর তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়৷ গত বুধবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে৷ আক্রান্ত অধ্যাপক সল্টলেকের যে এলাকায় থাকেন, পুলিশ সেই এলাকা আগেই ঘিরে দিয়েছে৷

রাজ্য সরকারের ঘোষিত কনটেনমেন্ট জোনের তালিকায় সল্টলেকের একাধিক এলাকা৷ এরমধ্যে রয়েছে করুনাময়ী, এফডি ব্লক,এডি ব্লক ও জিসি ব্লক৷ বুধবার সন্ধেয় রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে প্রকাশ, গোটা বাংলায় মোট করোনা আক্রান্তের অর্ধেকেরও বেশি হল কলকাতার৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*