দেহের ভারে উপচে পড়েছে মর্গ। কিন্তু করোনায় মৃত্যুমিছিল থামার লক্ষণ নেই। অতিরিক্ত দেহ সংরক্ষণের জন্য তাই হাসপাতালের বাইরে রেফ্রিজারেটেড কন্টেনারের বন্দোবস্ত করলেন হাসপাতাল কর্তৃপক্ষ!
ঘটনাটি দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালের। শনিবার পর্যন্ত রাজধানীতে যে ৩৯৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, তার ১৬২ জনই এই হাসপাতালের। এ দিকে মর্গের যা পরিকাঠামো, তাতে বড়জোর ৪০-৫০টি দেহ সংরক্ষণ করা যেতে পারে।
তবে তা বলে প্রকাশ্যে মরদেহ সংরক্ষণের কন্টেনার? হাসপাতালের সুপার মীনাক্ষী ভরদ্বাজের কথায়, ‘কোভিড-১৯ ছাড়াও তো হাসপাতালে ভর্তি অন্য রোগীদেরও তো মৃত্যু হয়।’ একসঙ্গে তাই এমন দু’টি কন্টেনারের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ।
Be the first to comment