নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে বাড়লো করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে। ৪০-র নীচে নেমে গিয়েছে প্রাণহানির সংখ্যা। মৃত্যু শূন্য থেকেছে ১১ জেলা। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মালদহে ন’জন পুরুলিয়ায় ১৪ জন, মুর্শিদাবাদে ১৮ জন, কালিম্পঙে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে নদিয়া (১০৫), পশ্চিম মেদিনীপুর (১৩০), পূর্ব মেদিনীপুর (১৪৪), হাওড়া (১২৫), হুগলি (১৩৫), দক্ষিণ ২৪ পরগনা (১০৬), কলকাতায় (১৭৮)।
সবথেকে বেশি নয়া আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ২১৬ জন আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ১,৯২৫ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। মঙ্গলবার সেই সংখ্যাটা ছিল ১,৮৫২। তবে মঙ্গলবারের থেকে বুধবার বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। সার্বিকভাবে অবশ্য বুধবার সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৩.৪৬ শতাংশ। মঙ্গলবার যা ৩.৬১ শতাংশ ছিল। এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৮৭,৩৬৩।
দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃতের সংখ্যা কমেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ১১ জেলায় করোনায় কোনও প্রাণহানি হয়নি। জেলাগুলি হল – আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। সবথেকে বেশি ন’জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় সাতজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সেই সংখ্যাটা ছিল ৪৭। আপাতত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৪৭৫।
তারইমধ্যে বুধবার ২,০১৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.৩২ শতাংশ। নয়া আক্রান্তের থেকে সুস্থ রোগীর সংখ্যা বেশি হওয়ায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩০ কমেছে। আপাতত রাজ্যে ২২,৩৭৮ জনের শরীরে করোনার অস্তিত্ব আছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় ১৪,৪৭,৫১০ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন।
Be the first to comment