নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেও কমলো দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। তার জেরে একধাক্কায় বাংলায় সংক্রমণের হার তিন শতাংশে ঠেকল। তবে সামান্য বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ন’টা পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৯৮,৩০৫। শেষ ২৪ ঘণ্টায় ১,৫৯৫ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। সোমবার যে সংখ্যাটা ছিল ১,৭৬১। শুধু তাই নয়, সোমবারের থেকে মঙ্গলবার নমুনা পরীক্ষার সংখ্যা প্রায় ৩,০০০ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আক্রান্তের সংখ্যা কমেছে অর্থাৎ পড়েছে সংক্রমণের হার।
সোমবার যেখানে সংক্রমণের হার ছিল ৩.৫২ শতাংশ, মঙ্গলবার তা কমে ঠেকেছে তিন শতাংশে। তারইমধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে আছে উত্তর ২৪ পরগনা। সেখানে ১৭৬ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর (১৬৭), দার্জিলিং (১৫৯), কলকাতা (১৩১), দক্ষিণ ২৪ পরগনা (১২৮) এবং পূর্ব মেদিনীপুরে (১১০) দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ২১,০০০-এর নীচে নেমে গিয়েছে। মঙ্গলবার ২,০২৪ জন করোনা-মুক্ত হয়েছেন। সোমবার তা ন’জন বেশি সেরে উঠেছিলেন। তার ফলে রাজ্যে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৫৯,৫১০ (৯৭.৪১ শতাংশ)। আর সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৬৪ কমে দাঁড়িয়েছে ২১,১১৬।
তবে মঙ্গলবার কিছুটা বেড়েছে দৈনিক প্রাণহানির সংখ্যা। সোমবার ৩২ জনের মৃত্যু হয়েছিল। সেখানে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। সবথেকে বেশি ১১ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। সাতজন মারা গিয়েছেন কলকাতায়। ১৩ টি জেলায় করোনায় কোনও প্রাণহানি হয়নি। সেই জেলাগুলি হল – কোচবিহার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দুই বর্ধমান। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৬৭৯।
Be the first to comment