রাজ্যে নিম্নমুখী সংক্রমণের গ্রাফ, মৃত আরও ১২ জন

Spread the love

রাজ্যজুড়ে কমছে করোনার দাপট। পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণে খানিকটা হলেও স্বস্তি। রাজ্যে দৈনিক আক্রান্তর সংখ্যা গতদিনের তুলনায় কমেছে। রাজ্য সরকারের সোমবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বঙ্গে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৫৭৫ জন। যা রবিবারের তুলনায়  অনেকটাই কম। ১ অগাস্ট অর্থাৎ রবিবার রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭০১ জন। সোমবার, ২ অগাস্ট পর্যন্ত রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জনে।

করোনা অতিমারীর কবলে সোমবার পর্যন্ত মোট রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ১৬১ জন করোনা রোগীর। যদিও রাজ্যের দৈনিক মৃতের সংখ্যায় বিশেষ হেরফের হয়নি। সোমবারের বুলেটিন অনুযায়ী  রাজ্যে একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ১২ জনের। রবিবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছিল ১৩ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু সংখ্যা কমেছে মাত্র এক।

মৃতের সংখ্যা না বাড়লেও খানিক চিন্তায় রাখছে সুস্থতার সংখ্যা। গত ১ দিনে করোনা অতিমারীকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা মাত্র ৭৩৪ জন। রবিবারের তুলনায় যে সংখ্য়াটা বেশ অনেকটাই কম। ১ অগাস্টে রাজ্যে সুস্থ হয়েছিলেন ৮২৭ জন। সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৩৩১ জন। এ পর্যন্ত বঙ্গে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

রবিবারের থেকে খানিক কমলেও সংক্রমণের নিরিখে রাজ্যে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত ১ দিনে সেই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। চিন্তা বাড়িয়ে সংক্রমণের দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় অতিমারীতে আক্রান্ত হয়েছেন ৬১ জন। খানিক স্বস্তি দার্জিলিঙে। সেখানে গত ১ দিনে আক্রান্ত হয়েছেন ৪৯ জন।

তবে রাজ্যের বেশিরভাগ জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা শূন্য। গত ১ দিনে মাত্র ৮ জেলায় করোনায় মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই তালিকায় রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*