খানিকটা কমল কোভিডের দাপট। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০৩ জন। যা নিয়ে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৯৯ হাজার ৯১। এদিন রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ১৪। বর্তমানে মৃত্যুর হার ৯৮.৩০ শতাংশ। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৭ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ।
সংক্রমণের শীর্ষে এখনও কলকাতাই। এদিন কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। হাওড়ার আক্রান্ত হয়েছেন ৫০ জন। হুগলিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬। দক্ষিণ ২৪ পরগনায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩৯ জন। পূর্ব ও পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১২ ও ১৫।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কোভিড আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৯ ও আট জন। ঝাড়গ্রামে সাত জন, বাঁকুড়ায় পাঁচ জন, পুরুলিয়ায় দু’ জন, বীরভূমে চার জন, নদিয়ায় ২৮ জন, মুর্শিদাবাদে দু’জন, মালদায় দু’ জন, উত্তর দিনাজপুরে পাঁচ জন, দক্ষিণ দিনাজপুরে ২৯ জন, জলপাইগুড়িতে পাঁচ জন, কালিম্পঙে ছ’ জন, দার্জিলিঙে ১৮ জন, কোচবিহারে ১০ জন এবং আলিপুরদুয়ারে নতুন করে চার জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিন করোনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ১৬ জনের। যা নিয়ে এদিন পর্যন্ত রাজ্যে মোট কোভিড পরীক্ষা হয়েছে এক ৯৪ লাখ ৯৩ হাজার ৫১৮ জনের। বর্তমানে রাজ্যে পজিটিভিটির হার ২.৫১ শতাংশ। রাজ্যে RT-PCR এবং অ্যান্টিজেন পরীক্ষার অনুপাত ৫১:৪৯।
Be the first to comment