রাজ্যের ১৯টি জেলায় মৃতের সংখ্যা শূন্য হলেও আশঙ্কা জাগাচ্ছে কয়েকটি জেলার পরিস্থিতি। রাজ্যে করোনা সংক্রমণ ফের কিছুটা কমলো। তবুও উদ্বেগ কাটছে না। কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ১৪ জনের।
বাংলায় ক্রমশই ঊর্ধ্বমুখী সুস্থতার হার। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.০৮ শতাংশ। একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৮৩৫ জন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ২৫০ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯৫১। মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ১২৮। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১ হাজার ১৭১।
সংক্রমণের নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১০১ জন। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৭৪ জন। শৈল শহর দার্জিলিঙও বাড়াচ্ছে শঙ্কা। এই জেলায় সংশ্লিষ্ট সময়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ জন। অনুমান করা হচ্ছে পর্যটকদের অতিরিক্ত ভিড় এবং কোভিড সচেতনতার অভাব সংক্রমণ ক্রমশ বাড়াচ্ছে।
এদিকে, রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ১৫ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ৩১ জুলাই থেকে লাগু হবে এই নতুন নিয়ম। গতবারের নির্দেশিকাই বহাল থাকছে। আপাতত লোকাল ট্রেন চলবে না। সংক্রমণ রুখতে রাতে বাড়ির বাইরে বেরোনোয় কড়াকড়ি প্রশাসন। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে নাজ্ঞা। যাতে এই আইন কোনওভাবেই ভঙ্গ না হয়, সেদিকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। যদি কেউ এই বিধিনিষেধ ভঙ্গ করে সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ।
Be the first to comment