রাজ্যে প্রায় একই জায়গায় রইলো সংক্রমণ ও মৃত্যু ৷ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন ৷ আগের দিন যা ছিল ৭৪৮ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল ১৪ জনের ৷ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৪৪ জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৪২ হাজার ৭০৭ জন ৷
এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭০ জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৯৩ জনের ৷ বৃহস্পতিবার ৩৯ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৪৫ হাজার ৬৬১ জনের ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৫০৫ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫১৩ জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট ৪ কোটি ৬ লাখ ৯৭ হাজার ২২৬ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ১ কোটি ৬৫ লাখ ২০ হাজার ১৩৯ জন ৷
জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং উত্তর ২৪ পরগনায় ৪ জন মারা গিয়েছেন ৷ দক্ষিণ ২৪ পরগনা জেলায় মারা গিয়েছেন ৩ জন এবং বাঁকুড়ায় মারা গিয়েছেন ২ জন ৷ পূর্ব মেদিনীপুর,দার্জিলিং, হুগলি জেলায় মারা গিয়েছেন ১ জন করে ৷
Be the first to comment