মানবিক পরিষেবা; মানুষের সাথে- মানুষের পাশে

Spread the love

বিশ্বজুড়ে করোনা মহামারী, এ দেশে কম নয় সংখ্যা। বাংলাতেও আক্রান্ত হয়েছেন কিছু মানুষ। দেশজুড়ে চলছে লকডাউন। প্রতিনিয়ত বাংলার মানুষের পাশে থেকে সবরকমের সাহায্যের হাত বাড়াচ্ছে রাজ্য সরকার।

মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বহু এনজিও, প্রাইভেট সংস্থা, এছাড়াও ব্যক্তিগত অনেকে। সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করছেন অনেকেই। সেই অঙ্গিকার নিয়েই মানুষের পাশে থাকতে এবার এগিয়ে এলেন বিশিষ্ট চিত্রসাংবাদিক অশোক মজুমদার।

নিজের সোশ্যাল মিডিয়ায় একথা তুলে ধরে তিনি লেখেন, “আমি, আমার স্ত্রী নিবেদিতা ও দুজন বন্ধু মিলে ঠিক করেছি করোনার বিরুদ্ধে এই যুদ্ধে লকডাউন অবস্থায় যারা বাইরে বেরোতে পারছেন না, অথচ কোনো জিনিস খুব প্রয়োজন হয়ে পরেছে, অথবা কোনো বিপদে পরেছেন, তারা আমাকে যোগাযোগ করুন।”

তিনি বলেন, “আমার সামান্য ক্ষমতায় যতটুকু পারি আপনাদের কোনো কাজে আসতে পারলে নিজেকে ধন্য মনে করবো। আপনাদের যেকোনো অসুবিধা যেমন ওষুধ, এম্বুলেন্স, ডাক্তার, গাড়ি, মুদিখানা, বাজার, ফল ইত্যাদি যা রোজদিনের প্রয়োজন তারজন্য আমাকে যোগাযোগ করতে পারেন। এমনকি যদি এই অবস্থায় কারো ডিপ্রেশন হয়, বিশেষকরে বয়স্ক মানুষ যাদের সন্তান এই মুহূর্তে বাইরে। পরিচারিকার উপর নির্ভর করে যাদের দিন চলতো। তারাই এখন ঘরবন্দি অবস্থায় সবথেকে দুশ্চিন্তায় রয়েছেন। তাদেরও যদি কাউন্সিলিং করার দরকার পরে তার ব্যবস্থাও আমরা করেছি।”

নিজের নম্বরও দিয়েছেন তিনি -9830165603। এছাড়াও তিনি সাংবাদিক ও পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “আপনারা যারা নিজের কাজের সূত্রে এভাবে বাইরে আছেন তারা কাছে বিস্কুটের প্যাকেট বা শুকনো খাবার রাখুন। বুভুক্ষু – অসহায় মানুষ দেখলেই সাহায্য করুন। সাথে সাথে তিনি সাধারণ মানুষকে বাড়িতে থাকতেও অনুরোধ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*