তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় তৎপর হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন, অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। এবার মমতাকে চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রাপ্তি স্বীকার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, Covid মোকাবিলায় প্রথম থেকেই রাজ্যগুলিকে চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন-সহ বিভিন্ন বিষয়ে সাহায্যের হাত বাড়িয়েছে কেন্দ্র। করোনা যোদ্ধা ও ৪৫ বছরের বেশি বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি পশ্চিমবঙ্গে ১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৩৪০ ডোজ টিকা পাঠানো হয়েছে এবং আরও ২ লাখ ডোজ টিকা পাঠানো হচ্ছে বলেও চিঠিতে জানিয়েছেন হর্ষবর্ধন।।
অন্যদিকে, প্রায় ২ হাজার ৪০০ অক্সিজেন সিলিন্ডার রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যেই ৯৪ হাজার ৪০০ ভায়াল রেমডেসিভির বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য।
উল্লেখ্য, করোনা আবহে শুক্রবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আরও অক্সিজেনের প্রয়োজন, এই মর্মে এবার মোদীকে চিঠি লেখেন মমতা। চিঠিতে মমতা লিখেছেন, ‘বাংলায় করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বাড়ছে। বাংলায় যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে, তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। যেখানে বাংলায় রোজ ৫৮০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, সেখানে মাত্র ৩০৮ মেট্রিক টন অক্সিজেন মিলছে।’
Be the first to comment