২২টি জেলায় কোরোনা হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Spread the love

২২টি জেলায় কোরোনা হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । হাসপাতাল চিহ্নিত করে সেখানে কোরোনা চিকিৎসার জন্য যাবতীয় পরিকাঠামো গড়ে তুলতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা পৌঁছেছে বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে শুধুমাত্র কোরোনার চিকিৎসার জন্য ব্যবহারের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকেও কোরোনার চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছে । প্রত্যেক জেলায় সেভাবে কোরোনার জন্য কোনও হাসপাতাল না থাকায় শহরে এসে চিকিৎসা করাতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ সেক্ষেত্রে প্রত্যেক জেলায় কোরোনার চিকিৎসা পরিকাঠামো থাকলে উপকৃত হবেন কোরোনা আক্রান্তরা ।

সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তর জেলায় জেলায় বিশেষ কোরোনা হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ৷ জেলায় কীভাবে পরিকাঠামো তৈরি করা যায়, তা জানতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট স্বাস্থ্য দপ্তর চেয়েছে বলে জানা গিয়েছে । সেইমতো প্রতি জেলায় একটি করে হাসপাতাল বেছে নিয়ে কোরোনার যাবতীয় চিকিৎসা পরিকাঠামো দ্রুত তৈরির জন্য উদ্যোগ নিচ্ছে সরকার ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*