ফের করোনার রেকর্ড ভাঙলো, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৯ হাজারেরও বেশি

Spread the love

দেশে ফের রেকর্ড ব্রেক করোনার। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৬৯ হাজার ৬৫২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৭৭ জনের।

নতুন সংক্রমণের জেরে দেশে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৮৬ হাজার ৩৯৫ ও সুস্থ হয়ে উঠেছে ২০ লক্ষ ৯৬ হাজারেরও বেশি মানুষ। দেশে মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৯৬৬ জনের।

অন্যদিকে একবার করোনামুক্ত হলেও ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত পাঁচ শতাংশ করোনা রোগী ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানী দিল্লি-সহ একাধিক রাজ্যে একবার করোনা থেকে আরোগ্য লাভ করার পরেও বেশ কয়েকজন রোগী শারীরিক অসুস্থতার দরুণ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়াও বুধবার সুস্থতার হারে রেকর্ড গড়েছে ভারত। এখনও অবধি ২ মিলিয়ন অর্থাৎ ২০ লক্ষেরও বেশি মানুষ করোনা জয় করে সুস্থ হয়েছেন। এর আগে মঙ্গলবার করোনা পরীক্ষায় রেকর্ড গড়েছে ভারত। একদিনে ৯ লক্ষের কাছাকাছি করোনা পরীক্ষা করা হয়েছে, এখনও অবধি যা সর্বোচ্চ। একদিনে ৮,৯৯,৮৬৪ টেস্ট করা হয়েছে, এমন তথ্যই দিয়েছে ভারত সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*