দেশের করোনা গ্রাফ দেখে এখন আর মনে হবে না যে, বিপদের আর কোন কারণ আছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ আরও কমে হয়েছে ৩৬,৪১০। জুলাইয়ের ১৭ তারিখের পর এত কম আর কখনও ছিল না একদিনে আক্রান্তের সংখ্যা।
তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ এখনও চিন্তার কারণ। অথচ ১০টি রাজ্য রাজস্থান, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, ওডিশা, অসম ও কেরলে পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। দেশের মৃত্যুহার এখন ১.৫০ থাকলেও এই সব রাজ্যে ১-এর নিচে নেমে গিয়েছে।
দেশে অ্যাক্টিভ পজিটিভের সংখ্যাও ৭ লক্ষের নিচেই রয়েছে। মঙ্গলবারের পরিসংখ্যানে ওই সংখ্যা ৬,২৫,৮৫৭। দেশে এদিন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৯,৪৬,৪২৯। এঁদের ৯০.৬২ শতাংশই সুস্থ হয়ে গিয়েছেন। সংখ্যার বিচারে দেশে করোনামুক্ত হয়েছেন ৭২,০১,০৭৯। লকডাউন জারি হওয়ার ২১৮ দিন পর দৈনিক মৃত্যু নেমে গিয়েছে ৫০০-র নিচে।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের মোট সংখ্যা ১,১৯,৫০২।
Be the first to comment