দেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৯০ লাখ ছাড়িয়েছে ৷ তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমলো সংক্রমণ। একদিনে দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ২০৯ জন। শনিবার এই সংখ্যাটা ছিল ৪৬ হাজার ২৩২ জন। এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ লাখ ৯৫ হাজার ৮০৭ ৷
দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৯৬২ জন ৷ কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০১ জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল ৫৬৪ ৷ এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ২২৭ ৷ গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪৯৩ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৷ সুস্থ হয়ে এখনও পর্যন্ত বাড়ি ফিরেছে ৮৫ লাখ ২১ হাজার ৬১৭ জন ৷
দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট ১৭ লাখ ৭৪ হাজার ৪৫৫ জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট ১৬ লাখ ৪৭ হাজার ৪ জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত ৮ লাখ ৭১ হাজার ৩৪২ জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত ৮ লাখ ৬১ হাজার ৯২ জন ৷
Be the first to comment