ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৫০০, মৃত ২৩৯; জানাল দেশের স্বাস্থ্যমন্ত্রক

Spread the love

করোনা ভাইরাস নিয়ে ভয় বাড়ছে। গত ২৪ ঘন্টায় হাজারের বেশি সংক্রমণের সঙ্গেই বেড়েছে সংখ্যা, শুধু তাই নয় করোনা আতঙ্কে এবার কাঁপছে ভারত। ভারতে মোট সংক্রমণ ৬৫৬৫, শনিবার সকালে এমন তথ্যই প্রকাশ্যে এনেছে স্বাস্থ্যমন্ত্রক।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে সংক্রমণ বেড়েছে ৬৫৬৫। পাশাপাশি মৃতের সংখ্যা ২৩৯ এবং করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে ৬৪২ জনকে।

তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা একবারে হাজার পেরিয়েছে। যা অস্বস্তি করেছে দেশে। এই প্রথম ২৪ ঘন্টায় দেশে এত মানুষ করোনা আক্রান্ত হলেন।

পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ওডিশা ৩১ এপ্রিল অবধি মেয়াদ বাড়ানোর পর, তার থেকে একধাপ এগিয়ে পঞ্জাব ১ মে অবধি লকডাউন জারি রাখার কথা ঘোষণা করেছে।

অন্যদিকে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এখানেই দেশের লকডাউনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে শুরু হয়েছে জল্পনা।

নতুন করে রাজধানীতে চিহ্নিত করা হয়েছে আরও ৩০টি এলাকা। যাদের হটস্পট বলে মনে করা হচ্ছে। মনে করা হয়েছে দেশের করোনা হটস্পটগুলি খোঁজার কাজ শুরু করে দেওয়া হয়েছে৷ এই অঞ্চলগুলিতে লকডাউন আইন আরও কঠোর করা হবে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে অন্তত ১০টি জায়গায় সম্পূর্ণ লকডাউন করার কথা ভাবা হয়েছে৷

শনিবার সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে এই বৈঠকে যোগ দেবেন প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তবে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়েই আগেই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী৷ বুধবার সর্বদলীয় বৈঠকে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দেন মোদী৷ তবে মুখ্যমন্ত্রীদের মতামত নিয়ে তবেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান প্রধানমন্ত্রী৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*