২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দেড় লাখ

Spread the love

একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখেরও বেশি! এবার সংক্রমণের নিরিখে নয়া রেকর্ড গড়ল ভারত। শুক্রবার গত ২৪ ঘণ্টায় শঙ্কা বাড়িয়ে দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৬৮। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, মৃত্যু হয়েছে ৭৮০ জনের।

এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৮৯৯ জন। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। দেশবাসীকে করোনা বিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেছিলেন, ‘ফির একবার দাওয়াই ভি, কড়াই ভি জরুরি হ্যায়।’

শুধুমাত্র মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ২৮৬ জন। ছত্তিশগড়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৬২। উত্তরপ্রদেশে ৮ হাজার ৪৯০ জন, দিল্লিতে ৭ হাজার ৪৩৭ জন এবং কর্ণাটকে ৬ হাজার ৫৭০ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। এদিকে বঙ্গের করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই। ভোটের আবহে করোনা বিধি অনেকটাই ব্রাত্য হয়ে যাওয়ায় কোভিড গ্রাফে লম্বা লাফ দেখা যাচ্ছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউকে রুখতে গতকাল টিকাকরণে জোর দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারের বৈঠক শেষে মোদী বলেন, ‘করোনা টিকাকরণের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে।’

যদিও মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে করোনা টিকার আকাল দেখা দিয়েছে ইতিমধ্যেই। ফলত নতুন করে টিকাকরনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আর দেশে লকডাউন দরকার নেই, সে কথাও জানিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘কঠিন সময় আসছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*