জুনের শুরুতে স্বস্তি দিয়েও চিন্তার ভাঁজ কিন্তু কমে যাচ্ছে না ৷ ২৪ এপ্রিলের পর দেশে প্রথম দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নামলেও ২ জুন বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷ ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন ৷ মঙ্গলবার সেই সংখ্যাটা ছিল ১ লাখ ২৭ হাজার ৫১০ জন ৷ আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুও ৷
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৭ জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল ২ হাজার ৭৯৫ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২ ৷ মোট মৃত্যু ৩ লাখ ৩৫ হাজার ১০২ ৷ আক্রান্তের চেয়ে বেড়েছে সুস্থের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৪৫৬ জন ৷
মোট করোনাজয়ীর সংখ্যা ২ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৮৫ জন ৷ মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫ জন ৷ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ২১ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন ৷
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, ১ জুন পর্যন্ত মোট ৩৫ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ৩৩০ টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৭৭৩ জনের ৷
Be the first to comment