রেকর্ড ভেঙে একদিনে আক্রান্ত প্রায় ৭০০০, সবচেয়ে ১০ ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারত

Spread the love

পরপর চারদিন। আবার দেশে নিজের রেকর্ড ভাঙল করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬,৯৭৭ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১.৩৮ লাখ হতে চলেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় ঢুকে পড়েছে ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিন সোমবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,০২১। সুস্থ হয়ে উঠেছেন ৭৭,৭২০ জন। চিন থেকে শুরু হওয়া এই ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ দেশ হল আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, গ্রেট ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও ভারত।

জোড়া কারণে দেশ এবং রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। রোজ সংক্রমণে রেকর্ড করছে দেশে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের সাতটি রাজ্যের ১১টি পুরসভা এলাকার জন্য আগামী দু’মাস রীতিমতো গুরুত্বপূর্ণ। এই তালিকায় রয়েছে কলকাতাও। এই এলাকাগুলিকে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। এই সতর্কবার্তার কারণ, প্রায় প্রতিদিনই সংক্রমণের নয়া রেকর্ড হচ্ছে দেশে।

এই পরিস্থিতিতে সাতটি রাজ্যের প্রশাসন, নাগরিক-সহ সকলকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক৷ রাজ্যগুলি হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ রাজস্থান এবং পশ্চিমবঙ্গ৷ স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশের মোট করোনা আক্রান্তের ৭০ শতাংশই এই রাজ্যগুলির অন্তর্গত ১১টি পুরসভা অঞ্চলের। এই তালিকায় পড়ছে কলকাতা পুরসভা এলাকাও। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদানের পরামর্শ, করোনা সংক্রমণের ক্ষেত্রে এই পুরসভার অধিবাসীদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সাতটি রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ে তাঁর বক্তব্য, ‘পুরোনো শহরগুলির ঘনবসতি, বস্তি অঞ্চল এমনকী বহুতলেও করোনা প্রতিরোধ অভিযান চালাতে হবে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*