রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খোঁজ কলকাতায়

Spread the love

রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল কলকাতায় ৷ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ইংল্যান্ড ফেরত এক তরুণ ৷ আইডি হাসপাতালে স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে ৷ ওই তরুণ যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও কড়া পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা ৷ সংক্রামিত তরুণের মা-বাবা ও গাড়িচালককে বেলেঘাটা আইডিতে কোয়েরেন্টিনে রাখা হয়েছে ৷

রবিবারই ইংল্যান্ড থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ ৷ বেলেঘাটা আইডি হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর তাঁকে বাড়িতেই কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা ৷ মঙ্গলবার দ্রুততার সঙ্গে ওই তরুণের করোনা টেস্ট করা হয় ৷ নাইসেড থেকে সেই রিপোর্ট মঙ্গলবার সন্ধেয় হাতে পান ডাক্তাররা ৷ সেই রিপোর্টেই পজিটিভ পাওয়া যায় ৷ দ্রুততার সঙ্গে ওই তরুণকে বেলেঘাটা আইডি হাসপাতালের স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় ৷

এব্য়াপারে রাজ্যের স্বাস্থ্য় দফতর বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখছে ৷ তড়িঘড়ি ওই তরুণের বাবা-মা ও গাড়িচালককেও আইডি হাসপাতালে আনা হয় ৷ তাঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ জানা গিয়েছে, ইংল্য়ান্ডে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণ ৷ সেই পার্টিতে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন ৷ তাঁদের থেকেই মারণ করোনায় আক্রান্ত হন রাজ্যের এই তরুণ ৷ এমনই মনে করছেন ডাক্তাররা ৷

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত স্টেজ-২ পর্যায়ে রয়েছে ওই তরুণের করোনা সংক্রমণ ৷ ডাক্তাররা জানিয়েছেন, ওই তরুণকে বিশেষ আইসোলেশনে রাখা হলে তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারাই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*