রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কলকাতা

Spread the love

ফের করোনার দৈনিক সংক্রমণ রাজ্যেও দ্রুত বাড়ছে । ২৬ মার্চ দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ৬৪৬-তে । এই সংখ্যা ২৫ মার্চ ছিল ৫১৬, ২৪ মার্চ ছিল ৪৬২ এবং এরাজ্যের মধ্যে ফের করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা । কেন কলকাতায় করোনার সংক্রমণে রাজ্যের মধ্যে সব থেকে বেশি ? কী বলছেন চিকিৎসকরা ?

দেশের অন্য বিভিন্ন রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও ফের করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়ছে । ২৫ মার্চ এরাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ৫১৬ ছিল । ২৬ মার্চ এই সংখ্যা একলাফে পৌঁছে গিয়েছে ৬৪৬-এ । এবং, ফের এ রাজ্যের মধ্যে সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২৬ মার্চ কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ২৩৯-এ । ২৬ মার্চ উত্তর ২৪ পরগনায় দৈনিক এই সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ১৫৩-তে । ২৬ মার্চ হাওড়ায় এই দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ৫৬ এবং দক্ষিণ ২৪ পরগনায় সংখ্যা পৌঁছেছে ৩৭-এ । ২৫ মার্চ করোনার সংক্রমণের সংখ্যা কলকাতায় ১৬৭, উত্তর ২৪ পরগনা ১১৫, দক্ষিণ ২৪ পরগনা ৩৬, হাওড়ায় ৩৩ ছিল ।

এ দিকে, ২৬ মার্চ পর্যন্ত এরাজ্যের মধ্যে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ১০৭ জন । কলকাতা রয়েছে শীর্ষ স্থানে । করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ১৩৩ জন । তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা, ৩৭ হাজার ৬৪৬ জন ৷ চতুর্থ নম্বরে হাওড়া, আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৪৩২ জন । পঞ্চম স্থানে হুগলি গতকাল পর্যন্ত আক্রান্ত ২৯ হাজার ৯৬১ জন ।

কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা এ রাজ্যের মধ্যে কেন সব থেকে বেশি ? চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে, চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, “মানুষজনের মাথায় নেই যে এতো বড় বিপদ চোখের সামনে রয়েছে । এখানে এখন ভোট । কোনও রাজনৈতিক দলের তরফে করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য কোনও বিধিনিষেধ মানা হচ্ছে না ।

এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফেও সেভাবে কঠোর হতে দেখা যাচ্ছে না । রাস্তাঘাটে এক-দুই শতাংশ মানুষের মুখেও মাস্ক দেখা যাচ্ছে না । বৃহস্পতিবার শুধুমাত্র মুম্বইতে ৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন । আমরা যদি এভাবেই চলতে থাকি, আমরাও পিছিয়ে থাকব না । গোটা রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা । এই রাজধানী শহরে সারা রাজ্যের মানুষ আসেন জীবিকা নির্বাহ সহ অন্যান্য বিভিন্ন কারণে । নিয়ম যদি মানা না হয়, যা হওয়ার তাই হবে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*