৬ জন নয়, রাজ্যে কোরোনায় মৃত ৩; দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা ৩। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “বাংলায় মোট পজ়িটিভ কেস ৩৭। এদের মধ্যে তিনজন ভালো হয়ে গেছেন। ৩ জন মারা গেছে। কোনও তথ্য ছাড়াই যে যা ইচ্ছা বলে দিচ্ছে। ৩৭ জনের মধ‍্যে ৪ টি পরিবার থেকে ১৭ জন আক্রান্ত হয়েছে?

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আজ বিকেল ৪টে পর্যন্ত রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩৭ জনের মধ্যে ৩ জন সুস্থ। এখন ৩১ জন পজিটিভ। ওঁদের মধ্যে ১৭ জন ৪টি পরিবারের। একজনের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্যু হয়েছে কিডনির সমস্যায়। সরকারি তথ্যের উপর চোখ রাখুন।

এব্যাপারে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল হয়ে সংবাদ পরিবেশনের উপদেশও দিয়েছেন তিনি। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, জারি রয়েছে মহামারি আইন। মানে যে কোনও গ্রেফতার করা যেতে পারে যে কাউকে।

একই সঙ্গে বিভিন্ন বেসরকারি হাসপাতাল প্রচার পাওয়ার জন্য করোনারোগী ভর্তি রয়েছে বলে দাবি করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাদের সাবধান করে দেন মমতা। বলেন, লড়াইয়ের এই সময়ে এমন প্রচার চালাবেন না।

হাসপাতালগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে করোনায় মৃত ৬ জনের প্রথম জনের মৃত্যু হয় যুবভারতী স্টেডিয়ামের পিছনে একটি বেসরকারি হাসপাতালে। দ্বিতীয় জনের মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার ভোরে তৃতীয় জন মারা যান হাওড়া জেলা হাসপাতালে। মঙ্গলবার চতুর্থ ও পঞ্চম জনের মৃত্যু হয় যথাক্রমে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ও এনআরএস মেডিক্যাল কলেজে। বুধবার সকালে ষষ্ঠ জনের মৃত্যু হয়েছে রথতলার একটি নার্সিংহোমে।

মুখ্যমন্ত্রীর ছাড়াও আজকের সাংবাদিক বৈঠেক উপস্থিত ছিলেন চিকিৎসক সুকুমার বন্দোপাধ্যায়,অভিজিৎ চৌধুরি সহ অন্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*