বিশ্বের অন্যান্য দেশগুলির মতো ভারতেও বাড়ছে করোনায় মৃতের সংখ্যা ৷ পাশাপাশি আক্রান্তের সংখ্যাও প্রায় হাজার ছুঁই ছুঁই এখন ৷ কলকাতায় ইতিমধ্যেই করোনায় একজনের মৃত্যু হয়েছে ৷ আরও একজনের অবস্থা এখন আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক নয়াবাদের করোনা আক্রান্ত বৃদ্ধের।
পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন ওই বৃদ্ধ ৷ তবে দিন দিন তাঁর অবস্থা আরও খারাপ হচ্ছে ৷ বৃদ্ধের রক্তচাপ কমেছে, আরও দুর্বল হয়েছে ফুসফুস। প্রভাব পড়ছে কিডনির উপরেও। শারীরিক অবস্থার উন্নতি না-হলে তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কীভাবে তিনি করোনা আক্রান্ত হলেন, সে বিষয় কেউই নিশ্চিত নন ৷
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে৷ সেখানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বিদেশ থেকে আশা কিছু ব্যক্তিও ৷ সেখানেই ওই বৃদ্ধ করোনায় সংক্রমিত হলেন কী না, তা নিয়ে ধন্দে বৃদ্ধের পরিবার থেকে শুরু করে চিকিৎসকরা, প্রত্যেকেই ৷ এ ছাড়া যে হোটেলে উঠেছিলেন বৃদ্ধ ও তাঁর পরিবার, সেই হোটেলেও কেউ আক্রান্ত ছিলেন কী না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
Be the first to comment