ভারতে ফের করোনার আতঙ্ক। এবার এ দেশেও ঢুকে পড়়েছে করোনার XE ভ্যারিয়েন্ট। বুধবার বাণিজ্যনগরী মুম্বইয়ে খোঁজ মিলেছে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের। এর পাশাপাশি করোনার কাপ্পা ভ্য়ারিয়েন্টেও এক আক্রান্তের সন্ধান মিলেছে। জানিয়েছে বৃহন্মুম্বই নগরপালিকা। তবে স্বস্তির বিষয় এই যে, নতুন ভ্যারিয়েন্টগুলিতে আক্রান্ত রোগীদের শরীরে মারাত্মক কোনও উপসর্গ নেই। উল্লেখ্য, মঙ্গলবার বৃহন্মুম্বই নগরপালিকা এলাকায় ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা করা হয়েছিল। তাদের মধ্যে ২৩০ জন মুম্বই শহরের বাসিন্দা। ওই ২৩০ জনের মধ্যে ২২৮ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। বাকিদের মধ্যে একজনের শরীরে কাপ্পা ভ্য়ারিয়েন্ট এবং অন্যজনের শরীরে ‘এক্স-ই’ ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ইতিমধ্য়েই করোনার এই XE ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করা হয়েছে। গত সপ্তাহে হু-এর তরফে জানানো হয়েছে, করোনার এই নয়া ভ্যারিয়েন্ট করোনার পূর্বের যে কোনও স্ট্রেনের তুলনায় দ্রুত ছড়ায়। চলতি বছরের শুরুতে ব্রিটেনে করোনার এই নতুন স্ট্রেনের সন্ধান মিলেছিল। ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা থেকে ৩ এপ্রিল জানানো হয়েছিল, XE ভ্যারিয়েন্ট সে দেশে প্রথম পাওয়া গিয়েছিল ১৯ জানুয়ারি। এখনও পর্যন্ত সেখানে করোনার নতুন ভ্যারিয়েন্টে ৬৩৭ জন আক্রান্ত হয়েছে বলেও জানিয়েছিল ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা।
উল্লেখ্য, এই XE ভ্যারিয়েন্টটি করোনার দু’টি স্ট্রেন মিলে তৈরি হয়েছে। করোনার বি.এ-১ এবং বি.এ-২ ওমিক্রন স্ট্রেনের মিউটেশন হয়ে এই নয়া ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার নতুন XE মিউটেশনটি ওমিক্রনের বি.এ-২ সাব ভ্যারিয়েন্টের তুলনায় ১০ শতাংশ বেশি দ্রুত ছড়ায়।
মুম্বইয়ের ২৩০ জন করোনা আক্রান্তের মধ্যে বর্তমানে ২১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের মধ্যে কাউকেই অক্সিজেন দেওয়ার দরকার পড়ছে না বা আইসিইউতেও রাখার প্রয়োজন পড়েনি। যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের মধ্যে ১২ জনের টিকাকরণ হয়নি এবং বাকি নয় জনের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে।
Be the first to comment