ক্রমেই পাকিস্তানে বেহাল হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি মানুষজন। যা কিনা এখনও পর্যন্ত সব থেকে বেশি। আর নতুন করে ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ার কারণে দেশে মোট সংক্রমণের হার দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৯৩৩।
তাছাড়াও এই করোনা মহামারীর কারণে কার্যত ধস নেমেছে পাকিস্তানের অর্থনীতি। ২০২০-২১ অর্থবর্ষে পাকিস্তানে এখনও পর্যন্ত জিডিপি হার নেমে গিয়েছে মাইনাসে। যা স্বাভাবিক ভাবে বিশ্বের কাছে প্রশ্ন তুলে দিচ্ছে পাকিস্তানের অর্থনীতির বিষয় নিয়ে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ১০৭ জন মানুষ মারা গিয়েছে করোনা আক্রান্ত হয়ে।
তারই সঙ্গে জানানো হয়েছে ইতিমধ্যে ৪০ হাজার মানুষ সুস্থ হয়েছেন। পাকিস্তানের পঞ্জাবে আক্রান্ত হয়েছেন ৪৭,৩৮২ জন। সিন্ধু প্রদেশে আক্রান্ত হয়েছেন ৪৬,৮২৮ জন, খাইবার পাখতুনখোয়া তে আক্রান্ত হয়েছে ১৫,৭৮৭ জন, বালুচিস্তানে ৭৬৭৩ জন ইসলামাবাদে ৬৬৯৯জন পাক অধিকৃত কাশ্মীরে ৫৩৪ জন আক্রান্ত হয়েছেন।
এই হারে আক্রান্ত হওয়াতে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে পাক স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও। পাশপাশি প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও শুরু হয়েছে প্রশ্ন তোলা। এখনও পর্যন্ত ৮ লক্ষের কাছাকাছি পরীক্ষা হয়েছে। যেখানে গত ২৪ ঘণ্টার মধ্যে ২৮৩৪৪ টি পরীক্ষা।
এই অবস্থার মধ্যেও পাক সাংসদে বাজেট পেশ করা হলেও উপস্থিত হতে পারেননি অধিকাংশ নেতাই। এমনকি বিরোধী নেতাও শেহবাজ সরিফ আক্রান্ত হয়েছেন করোনাতে। অর্থনীতি বিশেষজ্ঞ ডঃ আব্দুল হাফিদ শেখ জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে পাক অর্থনীতি ৩ ট্রিলিয়ন ক্ষতির মুখ দেখেছে।
Be the first to comment