করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলে ২৫ কোটি অনুদান দিচ্ছে রামদেবের পতঞ্জলি

Spread the love

করোনা ভাইরাসের কবল থেকে দেশকে বাঁচাতে বিশেষ তহবিল ‘পিএম কেয়ার ফান্ড’ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তহবিলে ২৫ কোটি টাকার অনুদান দিচ্ছে পতঞ্জলি, সম্প্রতি এমনটাই জানিয়েছেন যোগগুরু রামদেব।

ইতিমধ্যেই রেলমন্ত্রকের তরফে পীয়ূষ গয়াল জানিয়েছেন, পিএম কেয়ার ফান্ডে ১৫১ কোটি টাকা দান করবে ভারতীয় রেল। রবিবার রেল মন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, প্রধানমন্ত্রীর আবেদনের পর তিনি আর রেল প্রতিমন্ত্রী সুরেশ আগারী একমাসের বেতন আর রেলের তরফে ১৩ লক্ষ স্টাফের একদিনের বেতন প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে দান করবেন। সব মিলিয়ে যা ১৫১ কোটি টাকা।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার ফান্ডে দেশবাসীকে মুক্ত হস্তে দান করার আবেদন জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই সেই ফান্ডে ৫০০ কোটি টাকা দিয়েছে টাটা ট্রাস্ট। এরই পাশাপাশি সেই ফান্ডে ২৫ কোটি টাকা দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চ্যারিটেবল ফান্ডের গঠন করেছেন। নাম পিএম কেয়ার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ট্রাস্টের চেয়ারম্যান, আর স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এই ফান্ডের সাথে সরাসরি যুক্ত রয়েছেন।

করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, রাজ্যগুলিও কোমর বেঁধেছে। শনিবার করোনা মোকাবিলায় বিশেষ ফান্ড তৈরির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মারন এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে পিএম কেয়ার ফান্ডে দেশবাসীকে অর্থ সাহায্য করতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*