রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ১৯ হাজার ৪৫৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা জয় করে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৭৫।
এদিকে দৈনিক মৃত্যুতে ফের সবার আগে উত্তর ২৪ পরগনা জেলাতেই দৈনিক মৃত্যু হয়েছে ৪২ জনের। এরপরেই কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪ জনের।
Be the first to comment